Advertisement Space

পোস্ট - তথ্য ও প্রযুক্তি


শেবাগ আগেই বলেছিলেন ওয়ার্নারকে

ওয়ার্নার যে টেস্টে ভালো করবেন, সেটা আগেই বলেছিলেন শেবাগ

লিখেছেন : দেবযানী রায় মোট দেখেছেন : 199

অ্যাডিলেড টেস্ট দিয়ে ক্রিকেটের কিংবদন্তিদের মাঝে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত এক ইনিংসে পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম ত্রিশতক। অস্ট্রেলিয়ার ইতিহাসের অনেক রথি মহারথীদের পাশ কাটিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক এখন ওয়ার্নার। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করা এই ওপেনার যে কখনো এমন কিছু করতে পারেন, এমনটা অন্তত সে সময় ভাবেননি অনেকেই। শুধু একজন ভেবেছিলেন।

তাঁর মতোই আগ্রাসী ব্যাটসম্যান বলেই হয়তো বীরেন্দর শেবাগের মনে হয়েছিল ওয়ার্নারও টেস্টে ভালো করবেন। ওয়ানডেতে ঝড় তোলার জন্য বিখ্যাত শেবাগ টেস্টেও আগ্রাসী ব্যাটিং করে দেখিয়েছেন। প্রমাণ করেছেন লা বলেও চাইলে শুরুতে ঝড় তোলা যায়। সাদা বলে ওয়ার্নারের ঝড় তোলা দেখেও নাকি শেবাগের মনে হয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনারও তাঁর পথে হাঁটবেন।

আরও :

Advertisement Space