Advertisement Space

পোস্ট - অর্থনীতি


বাংলাদেশে ইংরেজি শেখার পদ্ধতিগত ভুল

উত্তরণের কৌশল

লিখেছেন : রফিকুল হক মোট দেখেছেন : 169

প্রথমেই বলি আমি কত খারাপ ছিলাম। ক্লাস ফাইভের কোনো এক টার্মের পরীক্ষায় যখন অন্য সকল বিষয়ে ১০০ এর ভিতর আমার নাম্বার ছিল ৯০+ সেবার ইংরেজিতে পেয়েছিলাম মাত্র ৩৬! এর পর হাইস্কুলে উঠে ক্লাস নাইন পর্যন্ত ইংলিশে মার্ক পেতাম এভারেজ ৫০-৬০। ছোটথেকে আব্বার কাছে ম্যাথ পড়ার ফলে আর হাইস্কুলে মিয়াভাই (কাজিন) এর কাছে ম্যাথ পড়ার ফলে বাইরের কোনো টিচারের কাছে আমি কোনোদিন অ্যাডজাস্ট করতে পারিনি। এর মূল কারণ ছিল দুটি- আমার আব্বা আর মিয়াভাই দুজনেই ছিল প্রচন্ড স্মার্ট আর সিনিসিয়ার। এজন্য বাইরের কোনো টিচারের কাছে যদিও ইংরেজি শেখার চেষ্টা করছি ১-২ মাসের বেশি ভালোলাগেনি- প্রথমত বাপ-ভাইয়ের মত অত সিনসিয়ারলি কেউ পড়ায়না আর তার চেয়ে বড় কারণ হল পদ্ধতিগত ভূল।

প্রশ্ন হল সেই পদ্ধতিগত ভুল টা হল কি?

উত্তরটা আপনার নিজের জীবনের ভিতরেই লুকানো আছে। প্রথমত, ইংরেজি একটা ভাষা ছাড়া আর কিছুনা। এখন চিন্তা করে দেখেন আপনি আপনার মাতৃভাষা কিভাবে শিখেছেন। বাচ্চারা প্রথমে ভাষা শিখে শুনে। দেখবেন তারা কথা বলা সেখার আগে অন্যের কথা শুনে রেসপন্স করতে শিখে তার মানে তারা বুঝে এবং শব্দগুলোর সাথে পরিচিত হয়। তারপর বলা, ক্রমে ক্রমে বড় হয়ে পড়তে বা লিখতে শেখে আর স্কুলে না গেলে সেটা শেখেনা কিন্তু তার জন্য তাদের ভাষা শেখা কোনো অংশে কমতি থাকেনা। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল আমরা যারা মাতৃভাষা শিখি তারা কোনোদিন গ্রামার শিখিনা। তারপরও দেখবেন আমরা যখন কথা বলি সেটা গ্রামার অনুযায়ী সঠিক নিয়মেই বলি, আবার আমি যখন এই লেখা লিখছি তখন গ্রামারের নিয়ম কানুন মুখস্থ না করেই লিখছি তারপরও দেখবেন এখানে হয়ত গ্রামারের বড় রকমের কোনো ভুল হয়ত পাবেননা। কিন্তু ছোটবেলা থেকে আমি যতবারই কারো কাছে ইংরেজি শিখতে গেছি আমারে ধরে ধরে আগেই গ্রামারের নিয়ম কানুন শেখায়। যেমন টেনস এর রুল (আমাদের সময় ১০টাকা দামের একটা বই পাওয়া যেত), প্রিপজিশন, আর্টিকেল, ট্রান্সলেশন, ইত্যাদি। আমার মতে এখানেই আমাদের পদ্ধতিগত সবচেয়ে বড় ভূল। আমরা ভাষা শেখার আগে শেখার চেষ্টা করি ভাষার নিয়ন কানুন। ছোটবেলার বাংলা ব্যাকরণে যেটা শিখেছি- “ভাষা ব্যাকরণকে শাসন করে কিন্তু ব্যাকরণ ভাষাকে শাসন করেনা” এই বেসিক জিনিসটায় আমরা ইংরেজি শেখার সময় ভূলে যায়। আমি বলছিনা যে ব্যাকরণ গুরত্বপূর্ণ না কিন্তু শেখার সময় আমাদের শেখার অর্ডার বা ক্রম টা মাথায় রাখতে হবে যে কোনটা আগে শিখতে হবে আর কোনটা পরে।

আরও :

Advertisement Space